মাইক্রোসফট এর ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ ব্রাউজারটি পুরোপুরি বন্ধ হচ্ছে

মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি দীর্ঘ ২৭ বছরের যাত্রা শেষে আজকে অবসর নিলো।

Internet Explorer
মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি বন্ধ হচ্ছে

ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহৃত ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) ব্রাউজারটি মাইক্রোসফট কর্পোরেশন কতৃক নির্মিত একটি ওয়েব ব্রাউজার। মাইক্রোসফটের উইন্ডোস এর সাথে থাকা ডিফল্ট ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার। কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পর অনলাইন ভিজিট কিংবা অন্য ব্রাউজার ডাউনলোড করার একমাত্র ব্রাউজার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার।

এই ব্রাউজারটি ১৯৯৫ সালে মার্কেটে আসার পর থেকে তুমুল জনপ্রিয় ছিল। ২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায় ইন্টারনেট এক্সপ্লোরার বিশ্বব্যাপী প্রায় ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতেন। মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি অন্য ব্রাউজার তৈরি করায় ‘ইন্টারনেট এক্সপ্লোরার’এর জনপ্রিয়তাদিন দিন কমতে থাকে। ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২শতাংশ নেমে এলে ২০১৬ সালেই এই ব্রাউজারের ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মাইক্রোসফট কর্তৃপক্ষ।

২০২১ সালের অগাস্ট মাস থেকেই মাইক্রোসফট ৩৬৫ থেকে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ হয়ে যাওয়ার কথা চলতে ছিল। এর আগে ২০২০ সালের নভেম্বরে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করে মাইক্রোসফট টিমস। অবশেষে মাইক্রোসফ্ট কর্তৃপক্ষ ঘোষণা করল আগামী ১৫ জুন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার পুরোপুরি বন্ধ হতে চলেছে। 

👉 কম্পিউটার এর বয়স বের করার নিয়ম 👈

সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের ১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট। সেই সময়ে এর পরিবর্তে বাজারে আসে এর নতুন ব্রাউজার “মাইক্রোসফ্ট এজ”। মাইক্রোসফট তাদের ব্লগপোস্টে জানায় তাদের এজ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরারের তুলনায় আরও দ্রুতগতির, নিরাপদ এবং আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করেছে।

#InternetExplorer #Microsoft

Previous Post
No Comment
Add Comment
comment url