ফেসবুক বিজনেস ম্যানেজারে পেইজ যুক্ত করুন হ্যাক হওয়া থেকে বাচুন!

আমরা কমবেশি প্রায় সকলেই ফেসবুক আইডি ব্যবহার করি। আমাদের মাঝে যারা পাবলিক ফিগার বা কন্টাক্ট ক্রিয়েটর আছে তারা ফেসবুক পেইজের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে ইনকাম করে থাকেন। তারা তাদের পেইজ নিয়ে অনেকেই ভয়ে থাকেন কে কখন হ্যাক করে Access নিয়ে নেয়।

Business Manager
Business Manager

আপনার ব্যবহৃত ফেসবুক পেইজটি সিকিউর করার জন্য অর্থাৎ হ্যাকারদের হাত থেকে প্রটেক্ট করার জন্য আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের আপনার পেইজটি অ্যাড করে নিন। 

যদিও কোন ভাবে আপনার পেইজের অ্যাকসেস এক্সেস অন্য কেউ নিয়ে নেয় তবুও আপনাকে আপনার পেইজের এডমিন থেকে আপনাকে রিমুভ করতে পারবে না। বিষয়টি ইন্টারেস্টিং তাইনা তো চলুন এই কাজটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি।


প্রথমে আপনার ফেসবুক আইডিটা ব্রাউজারে লগইন করে নিবেন, তারপর ব্রাউজারের সার্চ বক্সে Facebook Business Account Create লিখে সার্চ করুন অথবা এই “লিঙ্কে” ক্লিক করুন।

এখন Create Account এ ক্লিক করুন। এমন একটা ফর্ম পাবেন ফর্মটি যথাযথ তথ্য দিয়ে পূরন করে নিবেন তারপর Next এ ক্লিক করুন।

এখন আপনার Business Details দিন আমি আপনাদের দেখানোর জন্য Fake Details দিয়ে Submit দিলাম।

দেখুন Spammer Is Real Was Created! হয়ে গেছে Business Account এখন আপনি যেই Email টা দিয়ে ছিলেন ওই  মেইলটা Check করুন। Confrim Now তে ক্লিক করুন। দেখুন Email টি আপডেট হয়ে গেছে। ব্যাস এখন আপনার Business Account খুলা হয়ে গেছে।


ফেসবুক পেইজ নিরাপদ রাখবেন যেভাবে?

Page লেখাতে ক্লিক করুন।

Add এ ক্লিক করুন।

Add a Page এ ক্লিক করুন।

আপনার পেইজ এর নাম লিখে সার্চ করুন।

Add Page এ ক্লিক করুন।

Close এ ক্লিক করুন।


দেখুন পেইজ এড হয়ে গেছে, এখন আপনি যে পেইজ এ এড করলেন ওই পেইজ এর Role-এ যান। দেখুন আমার Business Account Spammer Is Real এড হয়ে গেছে। এখন যদি আমার পেইজ এ কারো এডমিন এড করি সে আমাকে কখনো এডমিন থেকে রিমুভ করতে পারবে না।


আপনার পেইজটি ফেইসবুক বিজনেস একাউন্ট এড করে নিন, পেইজের সিকিওরিটির জন্যে বিজনেস ম্যানেজার আইডি এড করা খুবই জরুরি। বিজনেস ম্যানেজার আইডি এড করার ফলে আপনার আইডি এডমিন থেকে রিমুভ করবে তো দূরের কথা, অন্য এডমিনগন আপনার আইডি দেখতে পারবেনা।


👉 মোবাইলের গ্যালারি লক না খুলেই তার অজান্তেই হিডেন ফাইল দেখ নিন! 👈


[বিঃদ্রঃ আপনার মেইন একাউন্ট অর্থাৎ যেই ফেইসবুক রানিং আইডি ইউজ করতেছেন ওই আইডিটা বিজনেস একাউন্টে এড করবেন না।] 

প্রতারক চেনার উপায়, মনে করুন, ১ লাখ লাইকের পেইজ কেউ সেল করতে চাচ্ছে তাও মাত্র ৫০০-১০০০ টাকা, আপনি হয়তো এতো কম টাকা ভেবে পেইজটি কিনে নিলেন কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার নিয়ন্ত্রণে নেই মানে হ্যাক হয়ে গেছে। এমন অনেকেই আমাকে বলেছেন যে এইভাবে আপনাদের পেইজ গুলো হ্যাক হয়ে যাচ্ছে, তো আজকে আমি আপনাদের এমন একটা সিস্টেম শিখিয়ে দিবো যেটাই এমন ধোঁকা খাওয়ার ভয় থাকবে না এবং হ্যাকটা কীভাবে হয় ওটাও বলবো চলুন দেখে নিন।

আমি নিজে এটা ভুক্তভোগী কারন আমি এরকম কম দামে একটি পেইজ কিনে ছিলাম। যার কাছ থেকে আমি কিনেছিলাম সেই আবার হ্যাক নিয়ে নিয়েছে :( অনেক চেষ্টা করো সেটা আবার ফিরিয়ে আনতে পারেনি। এরকম সমস্যা ঠেকানোর জন্য অনলাইনে অনেক রিসার্চ করে একটা সমাধান পেয়েছি সেটা নিয়েই আজকের এই আর্টিকেলটি লিখছি।

আসলে আপনার যারা কম টাকাই অনেক বড় পেইজ কিনেন কিছুদিন পর দেখেন পেইজ হ্যাক হয়ে যায় মানে হলো ওই Business Account দিয়ে আপনাকে পরে রিমুভ করে দেয়। আশা করি বুঝাতে পারলাম কীভাবে আপনার পেইজ হ্যাক হয় এবং কীভাবে আপনার শখের পেইজ নিরাপদ রাখবেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য, নিয়মিত আরো ভালো কিছু উপহার দিতে পারবো, তাই সাইটের সঙ্গেই থাকবেন এবং ইনশাল্লাহ দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই বিদায়।


👉 যেকোনো প্রয়োজনে ফেসবুকে নক করতে পারেন "FB"

#Facebook #BusinessManager #FbPageSecure

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url