ল্যাপটপ বা কম্পিউটারের বয়স বের করার নিয়ম

আপনার ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপের সঠিক বয়স বের করার নিয়ম জেনে নিন।

আপনার ব্যবহৃত ল্যাপটপ বা কম্পিউটারের বয়স কত দিন হয়েছে? কেউ যদি এরকম প্রশ্ন করে অনেকেই আন্দাজে বলে দেয় আমার ল্যাপটপ বা পিসির বয়স এতদিন বা এত বছর হয়েছে ইত্যাদি।

বিশেষ করে যখন আপনি সেকেন্ড হ্যান্ড পিসি বা ল্যাপটপ কিনতে যাবেন তখন আপনি সবচেয়ে বড় সমস্যা ফেইস করবেন। ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই এটা জেনে রাখা জরুরি; তাই জেনে রাখুন ভবিষ্যতে কাজে লাগতে পারে।

সেজন্য দারুন একটা টেকনিক অবলম্বন করতে পারেন যার মাধ্যমে আপনি কম্পিউটার / ল্যাপটপের সঠিক বয়স বের করতে পারবেন। স্টেপ বাই স্টেপ স্ক্রিনশটগুলো ফলো করুন:-


প্রথমেই কি-বোর্ড থেকে  Windows Button + R প্রেস করুন। তারপর CMD অপশন চলে আসবে।

ল্যাপটপ এর বয়স বের করার সিস্টেম


👉 মোবাইলের গ্যালারি লক না খুলেই তার অজান্তেই হিডেন ফাইল দেখ নিন! 👈


এখন, SK-SOHAN> লেখার পাশে SYSTEMINFO লিখে এন্টার চাপুন এবং কিছু সময় অপেক্ষা করুন।

কম্পিউটারের বয়স বের করার নিয়ম

BIOS Version এর পাশে লাল দাগ দেওয়া যে তারিখ দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে সেটাই হলো ল্যাপটপ বা কম্পিউটারের বয়স। এভাবেই জানতে পারবেন আপনার পিসি বা ল্যাপটপের সঠিক বয়স।


👉আশাকরি আর্টিকেলটি সবার উপকারে আসবে, তাই সবার মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

👉 কোন প্রবলেম ফেস করলে ফেসবুকে নক করতে পারেন "FB PAGE"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url